সাদপন্থী নেতা মোয়াজ বিন নূর গ্রেপ্তার

আপলোড সময় : ২০-১২-২০২৪ ১১:৫৯:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৪ ১১:৫৯:৪৮ পূর্বাহ্ন
গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহত হওয়ার মামলায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অনুসরণ করুনশুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন মাওলানা জুবায়ের অনুসারীরা। মামলায় নাম উল্লেখসহ আসামি করা হয় ২৯ জনকে। আর অজ্ঞাতপরিচয় আসামি করা হয় কয়েকশ মানুষকে। মামলায় মোয়াজ বিন নুর ছিলেন ৫ নাম্বার আসামি।  

মোয়াজ বিন নুর (৪০), তিনি উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ। ওসি মো. হাবিব ইস্কান্দার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় এ মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com