বিকেলে বিসিবির জরুরি সভা,কী সিদ্ধান্ত আসছে?

আপলোড সময় : ২১-১২-২০২৪ ১০:০১:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৪ ১০:০১:৪৮ পূর্বাহ্ন

 

২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা। আলোচনার মূল বিষয়বস্তু বিপিএল। জরুরি সভা বলেই ডাকযোগে নয়, সব পরিচালককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মুঠোফোনে বার্তা পাঠিয়ে। কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় থাকছে ভার্চুয়ালি যোগ দেয়ার সুযোগও। আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাটের নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়ে। মিরপুরে বিসিবি কার্যালয়ে বিকেল ৩টায় শুরু হবে এই সভা।

দরজায় কড়া নাড়ছে বিপিএলের উন্মাদনা। ৩০ ডিসেম্বর থেকেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। ২৩ ডিসেম্বর মিরপুরে সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। বিপিএলের আসন্ন আসরের সবশেষ প্রস্তুতি, অনুমোদনসহ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিতে নিজেদের মধ্যে পরামর্শের জন্য জরুরি সভায় বসছেন বোর্ড পরিচালকরা।   

 জরুরি সভা হওয়ায় গেল দুই বোর্ড সভার মতো ডাকযোগে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। এবারের সভার জন্য মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে পরিচালকদের। ব্যক্তিগত কাজে দেশের বাইরে অর্থাৎ অস্ট্রেলিয়াতে আছেন ইফতেখার মিঠু। কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় তার জন্য ভার্চুয়ালি যোগ দেয়ার সুযোগ রাখা হয়েছে। জানা গেছে, আরেক পরিচালক আকরাম খানও যোগ দেবেন ভার্চুয়ালি। বাকিরা সশরীরে উপস্থিত থাকবেন।  
 
আজকের আলোচনায় মূল এজেন্ডা বিপিএল হলেও সেখানে জায়গা পেতে পারে ২০২৫ সালের পরিকল্পনা। জানা গেছে, নতুন বছরের ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। সে বিষয়েও আজ বিশেষ আলাপ থাকতে পারে। এছাড়াও স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব আর তার সবশেষ অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বর্তমান কমিটির ১৬তম এই মিটিংয়ে।    
 
ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার স্বস্তি নিয়েই চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট শেষ করেছে টাইগাররা। কিন্তু আসন্ন বছর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ ছাড়াও বাংলাদেশের ৬টি দ্বিপাক্ষিক সিরিজ আছে। যার চারটি হোম আর দুটি অ্যাওয়ে। খুব বড় পরিসরে না হলেও নতুন বছরের পরিকল্পনা স্থান পেতে পারে বিসিবির এই সভায়।        
 
মার্চের আগে টি-টোয়েন্টি আর জুনের আগে টেস্ট ম্যাচ নেই টাইগারদের। তাই এই দুই ফরম্যাটেরে অধিনায়কত্ব নিয়ে আপাতত আলোচনা হচ্ছে না। তবে ওয়ানডের অধিনায়কত্ব থাকছে শান্তর কাঁধেই থাকছে। আজ প্রাথমিক আলোচনা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়েও।    
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv