পূর্বাচলে বুয়েটশিক্ষার্থী নিহত : ডোপ টেস্টে গ্রেফতার দু’জন ‘পজিটিভ’

আপলোড সময় : ২১-১২-২০২৪ ১০:২৩:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৪ ১০:২৩:০৪ পূর্বাহ্ন
বুয়েটশিক্ষার্থী মুহতাসিম মাসুদ প্রাইভেটকারের চাপায় নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার তিনজনের মধ্যে দু’জনের ডোপ টেস্ট পজিটিভ এসেছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এ পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।এর আগে, বৃহস্পতিবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে প্রাইভেট কারের চাপায় বুয়েটশিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। এ সময় সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন। গাড়িটি চালাচ্ছিলেন মুবিন আল মামুন, যিনি সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের ছেলে। গাড়ির নিবন্ধনও তার বাবার নামে।

পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম জানিয়েছেন, ‘শুক্রবার দুপুরে গ্রেফতার হওয়া মুবিন আল মামুন, মিরাজুল করিম এবং আসিফ চৌধুরীর ডোপ টেস্ট করা হয়। এরমধ্যে মুবিন ও মিরাজুলের পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার সময় মুহতাসিম মাসুদ তার দু’ বন্ধু মেহেদী এবং অমিতকে নিয়ে ৩০০ ফুট সড়কে বেড়াতে গিয়েছিলেন। রাত ৮টার দিকে নীলা মার্কেটে রাতের খাবার খেয়ে ফেরার পথে তারা পুলিশ চেকপোস্টে থামেন। ওই সময় একটি প্রাইভেটকার দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান এবং বাকি দু’জন আহত হন।

ঘটনার পর প্রাইভেটকারে এক ক্যান বিয়ার ও একটি মদের বোতল পাওয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশ আসামিদের ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠায় এবং তাদের পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে। রিমান্ড শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে।এদিকে, বুয়েটশিক্ষার্থীদের হতাহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন সতীর্থরা।


 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv