রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত কিয়েভের কূটনৈতিক মিশন

আপলোড সময় : ২১-১২-২০২৪ ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৪ ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুক্রবার রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং শহরের কেন্দ্রস্থলে ছয়টি বিদেশী দূতাবাস ও একটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা শহরে নিক্ষিপ্ত স্বল্প-পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তবে ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ ক্ষতিসাধন করেছে এবং তিনটি জেলায় আগুন লেগে যায়। নগর কর্মকর্তারা একাধিক আবাসিক ভবনে, চিকিৎসাকেন্দ্রে ও স্কুলের ক্ষতি হয়েছে বলে জানান।

বিমান বাহিনীর কর্মকর্তারা ব্যালিস্টিক আক্রমণের হুমকির খবর পাওয়া মাত্রই সাড়া দিতে বলেছেন কারণ তখন আশ্রয় পাবার মতো সময় থাকে না।কিয়েভে শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি তিখাই বলেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে একটি ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে যে ভবনটিতে আলবেনিয়া, আর্জেন্টিনা, ফিলিস্তিন, নর্থ মেসিডোনিয়া, পর্তুগাল ও মন্টেনেগ্রোর দূতাবাস রয়েছে। তিনি ওই ভবনের ক্ষতির ছবিগুলো তুলে ধরেন। তবে ওই আক্রমণগুলোতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে কিয়েভ যে রাশিয়ায় আক্রমণ চালিয়েছে, এ ছিল তারই পাল্টা জবাব।

দক্ষিণের বন্দরনগরী খেরসনের আঞ্চলিক কর্তৃপক্ষও শুক্রবারের আক্রমণের কথা জানিয়েছে।এদিকে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ওলগা স্টেফানিশিনা শুক্রবার জানান, রাশিয়া রাজ্যটির রেজিস্টারগুলোতে সাইবার আক্রমণ চালিয়েছে। এ কারণে সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv