বিএনপি অন্তবর্তী সরকারের কাছে ন্যায়বিচার চায়: আলাল

আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৩:১৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৩:১৯:১৩ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সংস্কারের অজুহাত দেখিয়ে মানুষকে অধিকার বঞ্চিত করে রাখা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে না।  শনিবার (২১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং নারায়ণগঞ্জের জাকির হোসেনসহ সকল রাজবন্দীর মুক্তি দাবিতে গণতান্ত্রিক পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, মোটা দাগে সংস্কারতো হওয়া উচিত রাজনৈতিক মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা।

আলাল বলেন, গত পনের বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। পতিত সরকারের দোসরদের সরানো না হলে অন্তবর্তী সরকার কাজ করতে পারবে না।তিনি আরও বলেন, বিএনপি অন্তবর্তী সরকারের কাছে ন্যায়বিচার চায়। স্বৈরাচারের দোসর পুলিশ কর্মকর্তা যারা রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছেন, তাদের অপসারণের দাবি জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মিথ্যা অজুহাত দিয়ে বিএনপি চেয়ারপরাসনকে সাজা দেয়া হয়েছে, তাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে আর জনগণ শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv