বনানীতে সড়ক অবরোধ করলেন প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৪:৫৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৪:৫৫:৩৯ অপরাহ্ন
স্থায়ী ক্যাম্পাসি নির্মাণ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ নানা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।রোববার (২২ ডিসেম্বর) বিকেলে কাকলি মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের পর যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেয়ার কথা বলে নিচ্ছে না। আমাদের একটি ডিপার্টমেন্ট ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেয়ার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি।
 
তারা আরও বলেন, দীর্ঘদিন আমাদের সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। এছাড়া কয়েকজন বোর্ড অব ট্রাস্টের সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছে। আমরা এই টাকা পুনরুদ্ধার চাই।
 এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, শিক্ষার্থীরা গতকালও বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। আজ আবার তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছে। এছাড়া বিশ্ববিদ্যালয়টির কয়েকজন বোর্ড অব ট্রাস্টি টাকা আত্মসাৎ করেছেন বলে শিক্ষার্থীরাঅভিযোগে করেছেন। তারা এই টাকা পুনরুদ্ধার চান।
 
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv