আল্লু অর্জুনের হাজার কোটির বাড়িতে হামলা, মুখ খুললেন অভিনেতার বাবা

আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১১:৩৭:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১১:৩৭:১৫ পূর্বাহ্ন
দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে কেন্দ্র করে নানা বিতর্ক ও হামলার ঘটনা আলোচনায়।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় হায়দরাবাদে তার বাড়িতে ভাঙচুর চালায় ওসমানিয়া ইউনিভার্সিটির জয়েন্ট অ্যাকশন কমিটির (ওইউ জেএসি) বিক্ষোভকারীরা।

এ বিষয়ে তার বাবা অরবিন্দ বলেন, ‘‘আজ যা ঘটেছে তা সবাই দেখেছে। পুলিশ অপরাধীদের ধরে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কারও এমন আচরণকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।’’

এক বিক্ষোভকারী অভিযোগ করেন, ‘‘আল্লু অর্জুন ৬ ঘণ্টা জেলে থাকার পর মুক্তি পান। তখন অনেক চলচ্চিত্র ব্যক্তিত্ব তার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু প্রিমিয়ার শোতে পদপিষ্ট হয়ে নিহত নারী ভক্তের পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি।’’

সম্প্রতি বিধানসভায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি।

তাদের দাবি, ‘‘পুষ্পা টু-এর প্রিমিয়ারে এক নারী ভক্ত পদপিষ্ট হয়ে মারা যান। সেই ঘটনা শোনার পর আল্লু নাকি হাসতে হাসতে বলেছিলেন, ‘এবার ছবি সত্যিই হিট হবে।’’’

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আমি এমন কোনো মন্তব্য করিনি। ভক্তদের মৃত্যু আমাকে গভীরভাবে আঘাত করেছে। ঘটনাটি খুবই দুঃখজনক।’’

এদিকে হামলার সময় আল্লুর দুই সন্তান আহান ও আরহাকে তাদের মামার বাড়িতে পাঠানো হয়।

সম্প্রতি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। বিতর্ক ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv