সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা লারা ট্রাম্পের

আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০২:৪৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০২:৪৯:০৭ অপরাহ্ন
সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প। শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় তিনি এই ঘোষণা দেন, বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে লারা ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, জানুয়ারিতে একটি বড় ঘোষণা আসতে যাচ্ছে। তাঁর এই ঘোষণাটি থেকে অনুমান করা হচ্ছে যে, তিনি হয়তো বড় কোনো রাজনৈতিক পদে নিয়োগ পাচ্ছেন।

এছাড়া, লারা ট্রাম্প এই মাসে রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) কো-চেয়ারওমেন হিসেবে তার পদ ত্যাগ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি ফ্লোরিডার বিদায়ী সিনেটর মার্কো রুবিওর স্থলাভিষিক্ত হতে পারেন।

উল্লেখযোগ্য যে, লারা ট্রাম্প হলেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী। ১৯৮২ সালের ১২ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন এবং তার নাম ছিল লারা লিয়া ইউনাস্কা। এরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি লারা ট্রাম্প নাম ধারণ করেন। তিনি একজন আমেরিকান টিভি প্রযোজক, প্রচারণা বিষয়ক উপদেষ্টা এবং টেলিভিশনের সাবেক উপস্থাপিকা। চলতি বছর মার্চে, তিনি আরএনসির কো-চেয়ার নির্বাচিত হন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv