ছাত্র-জনতার ওপর গুলি

চকবাজার স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে ফেনী থেকে গ্রেফতার

আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৫:৩৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৫:৩৪:১৩ অপরাহ্ন
চকবাজার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২২ ডিসেম্বর ফেনী সদর থানা সুলতানপুর এলাকা থেকে গ্রেফতার হন। 

মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করার বিষয়টি সোমবার (২৩ ডিসেম্বর) সিএমপির উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন নিশ্চিত করেছেন।

মিঠুন চক্রবর্তী ১৬ জুলাই, ২০১৯ তারিখে ষোলশহর ২ নম্বর গেট সংলগ্ন চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গুলি চালিয়েছিলেন। সে সময় তিনি পিস্তল দিয়ে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তার পিস্তল দিয়ে গুলি ছোঁড়ার ছবি ভাইরাল হয়, যা পরে তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মিঠুন চক্রবর্তী একটি চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দখলদার, টেন্ডারবাজ এবং সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। 

সিএমপি জানিয়েছে, মিঠুনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা রয়েছে এবং তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর তাকে রিমান্ডে নিয়ে ঘটনায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv