ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়টি পাঁচ মাস পর স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী সরায়েল কাৎজ। সোমবার এক বিবৃতিতে কাৎজ এ হত্যাকাণ্ডের কথা প্রকাশ করেন। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাৎজ তাঁর বিবৃতিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর কঠোর হামলার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব, যেমনটা আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার এবং লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি। ঠিক একইভাবে আমরা হোদেইদা ও সানায় করব।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসমাইল হানিয়া নিহত হওয়ার সময় ইরানের তেহরানে একটি রাষ্ট্রীয় অতিথিশালায় অবস্থান করছিলেন। এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের কর্মকর্তারা ওই কক্ষে বোমা স্থাপন করেছিলেন। সেই বোমার বিস্ফোরণেই তিনি নিহত হন। ঘটনার আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হানিয়া।
কাৎজ তাঁর বিবৃতিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর কঠোর হামলার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব, যেমনটা আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার এবং লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি। ঠিক একইভাবে আমরা হোদেইদা ও সানায় করব।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসমাইল হানিয়া নিহত হওয়ার সময় ইরানের তেহরানে একটি রাষ্ট্রীয় অতিথিশালায় অবস্থান করছিলেন। এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের কর্মকর্তারা ওই কক্ষে বোমা স্থাপন করেছিলেন। সেই বোমার বিস্ফোরণেই তিনি নিহত হন। ঘটনার আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হানিয়া।