কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং রোহিঙ্গা ক্যাম্পে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, কুতুপালং ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
কুতুপালং ক্যাম্পে কর্মরত এনজিও কর্মী কামাল বলেন, তারা অফিসে কাজ করছিলেন, হঠাৎ মানুষের চিৎকার শুনে বেরিয়ে এসে আগুন দেখতে পান। পলিথিনের ঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং রোহিঙ্গা ক্যাম্পে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, কুতুপালং ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
কুতুপালং ক্যাম্পে কর্মরত এনজিও কর্মী কামাল বলেন, তারা অফিসে কাজ করছিলেন, হঠাৎ মানুষের চিৎকার শুনে বেরিয়ে এসে আগুন দেখতে পান। পলিথিনের ঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে।