ইয়েমেন থেকে উড়ে এল ক্ষেপণাস্ত্র, ইসরায়েলে বাজল সতর্কতা সাইরেন

আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০১:৫৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০১:৫৭:২৬ অপরাহ্ন
আজ মঙ্গলবার ভোরের দিকে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় পৌঁছানোর আগে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার আগেই তা ভূপাতিত করা হয়, এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

ইরান–সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে একাধিকবার ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতিরা এসব হামলার উদ্দেশ্য হিসেবে দাবি করেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে তারা ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য এই হামলাগুলো পরিচালনা করছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv