যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন হাসপাতালে

আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০২:৩৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০২:৩৫:৩১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির নেতা বিল ক্লিনটন জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৪ ডিসেম্বর) তাকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা।

উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান, “তার অবস্থা স্থিতিশীল রয়েছে। চমৎকার চিকিৎসা সেবা ও যত্নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেছেন তিনি।” তবে আরও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি উরেনার পক্ষ থেকে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, শিগগিরই ক্লিনটনের অবস্থা স্থিতিশীল হতে পারে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এনবিসিকে জানায়, সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ‘উদ্বেগজনক’ নয় এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন।

বিল ক্লিনটনের জন্ম ১৯৪৬ সালের ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্লিনটনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ নতুন নয়। ২০২১ সালে রক্তে সংক্রমণ দেখা দেওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ২০০৪ সালে বাইপাস সার্জারির জন্য হাসপাতালে যেতে হয়েছিল তাকে।

ক্লিনটন এখনও রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং সর্বশেষ গত নভেম্বরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিসের পক্ষে প্রচারণায় অংশ নেন।

সূত্র: বিবিসি


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv