ইজতেমায় হামলার বিচার ও সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৩:০৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৩:০৮:০০ অপরাহ্ন
বিশ্ব ইজতেমা মাঠে হামলায় নিহতের প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের সাদপন্থীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি করা হয় সমাবেশে। এ কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জ জেলার ওলামা মাশায়েখ, তাবলীগী সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত হয়।

আজ মঙ্গলবার, বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর-রাজারামপুরের মারকাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে বক্তব্য রাখেন মুফতি আলী আশরাফ, আলী আকবরসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, তাবলীগ জামায়াতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা বিশ্ব ইজতেমা মাঠে বর্বরোচিত হামলা চালিয়ে চারজনকে হত্যা এবং শতাধিক মুসল্লিকে আহত করেছে। সাদপন্থীদের ভারতীয় এজেন্ট উল্লেখ করে, সারা দেশে সাদপন্থীদের জমায়েত নিষিদ্ধ করার দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, অন্যথায় ইসলামপ্রিয় মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধসহ চার দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। এর মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv