ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাওন ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পাঁচ বছর পার করে এখনও সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এ তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁদের সংসার সুখী রাখার রহস্য তুলে ধরেছেন টয়া।
টয়া জানান, সম্পর্ক টিকিয়ে রাখতে ভুলগুলো মেনে নেওয়া এবং ইগোকে পাশে রেখে সমস্যা সমাধান করাই মূলমন্ত্র। তিনি বলেন, “বর্তমান সময়ে ভুল হলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলেন। তবে আমাদের ক্ষেত্রে, আমরা একে অপরকে ভালোবাসি, ভুলগুলো মেনে নিয়ে সমস্যার সমাধান করি। দিনশেষে সবারই এটা করা উচিত।”
সংসারে পরিবারের ভূমিকাকে বিশেষভাবে কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন টয়া। তিনি বলেন, “আমাদের পরিবার খুব সহায়তাপ্রবণ। তাঁদের ভালোবাসা এবং সহযোগিতার কারণেই আমরা এতটা স্বস্তিতে আছি। আলহামদুলিল্লাহ, সব দিক থেকে খুব ভালো যাচ্ছে।”
অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়ে টয়া আরও বলেন, “অনেক দিন কাজ করছি না। তবুও যারা আমাকে ভালোবাসেন এবং সমর্থন করেন, তাঁদের জন্য আবার অভিনয়ে ফেরার চেষ্টা করছি।”
টয়া মনে করেন, ইগো বা অহংবোধ ত্যাগ করে এবং একে অপরকে ভালোবাসার মাধ্যমে সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং সুখী রাখা সম্ভব।
টয়া জানান, সম্পর্ক টিকিয়ে রাখতে ভুলগুলো মেনে নেওয়া এবং ইগোকে পাশে রেখে সমস্যা সমাধান করাই মূলমন্ত্র। তিনি বলেন, “বর্তমান সময়ে ভুল হলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলেন। তবে আমাদের ক্ষেত্রে, আমরা একে অপরকে ভালোবাসি, ভুলগুলো মেনে নিয়ে সমস্যার সমাধান করি। দিনশেষে সবারই এটা করা উচিত।”
সংসারে পরিবারের ভূমিকাকে বিশেষভাবে কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন টয়া। তিনি বলেন, “আমাদের পরিবার খুব সহায়তাপ্রবণ। তাঁদের ভালোবাসা এবং সহযোগিতার কারণেই আমরা এতটা স্বস্তিতে আছি। আলহামদুলিল্লাহ, সব দিক থেকে খুব ভালো যাচ্ছে।”
অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়ে টয়া আরও বলেন, “অনেক দিন কাজ করছি না। তবুও যারা আমাকে ভালোবাসেন এবং সমর্থন করেন, তাঁদের জন্য আবার অভিনয়ে ফেরার চেষ্টা করছি।”
টয়া মনে করেন, ইগো বা অহংবোধ ত্যাগ করে এবং একে অপরকে ভালোবাসার মাধ্যমে সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং সুখী রাখা সম্ভব।