৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, ৫ সেনা নিহত

আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৯:১৮:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৯:১৮:০৩ পূর্বাহ্ন
ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে পাঁচ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ হতাহতের ঘটনা ঘটে।সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পুঞ্চ জেলার বানোইয়ে যাওয়ার সময় ঘারোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি প্রায় ৩০০-৩৫০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে।এই ঘটনায় পাঁচজন নিহত ও ৮-৯ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।
 
তারা আরও জানান, তাদের কুইক অ্যাকশন টিম এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে এবং আহত কর্মীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, ১১ মারাঠা লাইট ইনফ্যান্ট্রির একটি সেনাবাহিনীর গাড়ি নীলম সদর দফতর থেকে এলওসি বরাবর বালনোই ঘোরা পোস্টের দিকে যাচ্ছিল। ঘোরা পোস্টের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv