বড়দিনে প্রিয়জনকে যা দিতে পারেন

আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১০:১৫:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১০:১৫:২১ পূর্বাহ্ন
বড়দিন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবক্তা যীশু খ্রিষ্টের জন্মদিন। বিশ্বের বেশিরভাগ খ্রিষ্টান ২৫ ডিসেম্বর যীশু খ্রিষ্টের জন্মদিন পালন করে থাকেন। বাংলাদেশের খ্রিষ্টানরাও এই দিনটি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে উদযাপন করেন। এই দিনটিতে খ্রিষ্ট পরিবারগুলোতে বড়, ছোট সবাই আনন্দে মেতে ওঠে। দিনটি উপলক্ষে একজন আরেকজনকে উপহার সমগ্রী প্রদান করে থাকে। বড়দিনের উপহার হিসেবে যেগুলো বেশ জনপ্রিয়, সেগুলো সম্পর্কে জেনে নিন।

উপহার সামগ্রী নির্বাচনের গাইডলাইন

প্রথম কথা হচ্ছে, যাকে উপহার দেবেন সে যেন উপহারটি পেয়ে খুশি থাকে। সেজন্য ব্যক্তিত্ব অনুযায়ী উপহার নির্বাচন করা ভালো। ব্যক্তি বইপ্রেমী হলে তার প্রিয় লেখকের বই, একটি দৃষ্টিনন্দন বুকমার্ক অথবা বই রাখার সুন্দর স্ট্যান্ড উপহার দিতে পারেন। আর ব্যক্তি যদি সৃজনশীল কাজে আগ্রহী হয় তাহলে আর্ট সামগ্রী, হাতের কাজের কিট অথবা ক্যালিগ্রাফি সেট হতে পারে ব্যক্তির জন্য উপযুক্ত উপহার। যাকে উপহার দেবেন তিনি যদি প্রযুক্তিপ্রেমী হন তাহলে ওয়্যারলেস চার্জার, ইয়ারবাড, বা যেকোন গ্যাজেট দিতে পারেন। দিতে পারেন হ্যান্ডব্যাগ বা ওয়ালেট। আজকাল অনেকে পরিবেশবান্ধব পণ্য বেছে নিচ্ছেন। এই ট্রেন্ড-এ তাল মেলাতে প্রিয়জনকে দিতে পারেন পুনর্ব্যবহারযোগ্য আইটেম। যেমন— ব্যাগ, বোতল বা কাঠের তৈরি জিনিস। এ ছাড়াও দিতে পারেন ইনডোর প্ল্যান্ট বা গাছ। অনেকে ইনডোর সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন তাদের দিতে পারেন বাড়ি সাজানোর সামগ্রী। এই সময়ে প্রিয়জনকে পোশাক উপহার দিতে চাইলে তালিকায় রাখতে পারেন শীত পোশাক।

প্রিয়জনকে ঘরে তৈরি চকলেট, কেক, বা বিশেষ কুকিজ উপহার দিয়ে সহজে মন জয় করে নিতে পারেন। জানেন তো? মানুষকে সবচেয়ে বেশি আবেগ তাড়িত করতে পারে আপনার নিজ হাতে বানানো কেনো উপহার। যেমন— স্কার্ফ, টুপি বা সোয়েটার বুনে প্রিয়জনকে দিতে পারেন। এ ছাড়া কাস্টমাইজড কার্ড দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রিয়জনের আনন্দ বাড়িয়ে দিতে পারেন। আপনার সঙ্গে আপনার প্রিয়জনের সুন্দর মুহূর্তগুলোর ছবি দিয়ে একটি অ্যালবাম তৈরি তাকে উপহার দিতে পারেন। বড়দিনে বাড়ির ছোট শিশুর জন্য একটু মজার বা শিক্ষামূলক কিছু উপহার দিতে পারেন। যেমন খেলনা বা বই। পাজল, লেগো সেট বা বিভিন্ন ধরনের গল্প, কবিতার বই হতে পারে শিশুর জন্য ভালো উপহার।  

সব শেষে বলা যায়, প্রিয়জনের দিনটি রাঙিয়ে দিতে তাকে সময় দিন। বড়দিনে সবচেয়ে বড় এবং মূল্যবান উপহার হতে পারে আপনার দেওয়া সময়। মানুষ অনুভূতি ভাগ করে নিতে চায়, প্রিয়জনের কথা শুনুন আর আপনার মনের কথাও তাকে বলুন। দিনটি স্মরণীয় হয়ে থাক।


সূত্র : ভিনওয়ান্ডার্স অবলম্বনে

 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv