চকলেট ও বালু দিয়ে ১৫০ ফুট লম্বা সান্তাক্লজ এঁকে বিশ্বরেকর্ড

আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১০:১২:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১০:১২:২৪ পূর্বাহ্ন
সমুদ্র সৈকতে চকলেট ও বালু দিয়ে বিশালাকার সান্তাক্লজ এঁকে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় এক শিল্পী। দেশটির উড়িষ্যা রাজ্যের পুরী সমুদ্রসৈকতে বানানো ১৬ হাজার বর্গফুটের এই শিল্পকর্মের জন্য লেগেছে ৫৫০ কেজি চকলেট। অসাধারণ এই শিল্প নজর কেড়েছে পর্যটকদেরও।দেশটির বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক বড়দিন উপলক্ষে বালু ও ৫৫০ কেজি চকলেট দিয়ে এই সান্তাক্লজ তৈরি করেছেন। চমৎকার এই বালুশিল্পটি শেষ করতে সময় লেগেছে ৬ ঘণ্টা।

 বিশালাকার এই সান্তাক্লজটি তৈরিতে জায়গা লেগেছে ১৬ হাজার বর্গফুট। এটি দৈর্ঘে ১৫০ ফুট ও প্রস্থে ১০০ ফুট। শিল্পটি ভারতের 'বৃহত্তম ক্যান্ডি চকলেট এবং সান্তাক্লজের বালি ইনস্টলেশন' হিসেবে ওয়ার্ল্ড রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছে। পাশাপাশি এ শিল্পকর্ম মুগ্ধ করেছে স্থানটিতে আগত পর্যটকদেরকেও।সুদর্শন তার অসাধারণ বালুশিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এর আগেও বিভিন্ন সময়ে তৈরি শিল্পকর্মের জন্য বিশ্বের বিভিন্ন দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv