দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১০:৪৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১০:৪৩:২১ পূর্বাহ্ন
ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনমতে, বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সংসদ ভবনের সামনে একটি পার্কে গায়ে আগুন দেন ওই যুবক। পর আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটে যান তিনি।

 বড়দিনে সংসদ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টার এই ঘটনায় শোরগোল পড়েছে। পুলিশ এরইমধ্যে ঘটনাস্থল থেকে পেট্রোল উদ্ধার করেছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার আধপোড়া সুইসাইড নোট মিলেছে। তা ভালো করে খতিয়ে দেখে যুবকের আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
 
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, দগ্ধ যুবকের নাম জিতেন্দ্র। ২৫-২৬ বছর বয়সি এই যুবক উত্তর প্রদেশের বাগপতের বাসিন্দা। তিনি রেলভবন চত্বরে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ কনস্টেবলসহ কয়েকজন সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।ওই কর্মকর্তা আরও জানান, এখন পর্যন্ত তদন্তে জানা গেছে যে, উত্তর প্রদেশের বাগপতে তার বিরুদ্ধে নথিভুক্ত কিছু মামলার কারণে তিনি সমস্যায় পড়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আরও তদন্ত চলছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv