স্যাম কনস্টাসের ব্যাটিং কোচ একজন বাংলাদেশি

আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১০:৪৬:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১০:৪৬:৪০ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অভিষেক হয়েছে ১৯ বছর বয়সি ওপেনার স্যাম কনস্টাসের। টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। জাদেজার বলে আউট হওয়ার আগে তুলে নিয়েছেন একটি ফিফটি। কিন্তু আরও চমকপ্রদ বিষয় হলো, কনস্টাসের ব্যাটিং কোচ একজন বাংলাদেশি—তাহমিদ ইসলাম।

ধারাভাষ্যকালে ঈশা গুহা জানান, স্যাম কনস্টাসের কোচ বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার তাহমিদ ইসলাম। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ আরও জানিয়েছে, তাহমিদ এবং কনস্টাস উভয়ই সিডনির বাসিন্দা। তাহমিদ সিডনির ক্র্যানব্রুক স্কুলে কাজ করেন, যেখানে তিনি কনস্টাসের ব্যাটিং নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন। কনস্টাসের আরও একজন মেন্টর হলেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।

তাহমিদ ইসলাম ২০১৭ সালে বাংলাদেশের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ ছিলেন। তবে সেই মৌসুমে তিনি কোনো ম্যাচ খেলেননি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাকে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। তাহমিদ বর্তমানে অস্ট্রেলিয়ায় কোচিং পেশায় যুক্ত।

অভিষেকেই কনস্টাস গড়েছেন অসাধারণ একটি রেকর্ড। মাত্র ১৯ বছর ৮৫ দিন বয়সে টেস্ট ক্রিকেটে ওপেনিং করতে নেমে তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে কমবয়সী ওপেনার হয়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল আর্চি জ্যাকসনের, যিনি ১৯২৯ সালে ১৯ বছর ১৪৪ দিনে এই কীর্তি গড়েছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv