মোজাম্বিকে লুটপাটে নিঃস্ব হাজারো বাংলাদেশি, চাইলেন সহ‌যো‌গিতা

আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১২:০১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১২:০১:১৩ অপরাহ্ন
আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকে প্রেসিডেন্ট নির্বাচন ও ফলাফলকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর ফলে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। জানমাল রক্ষায় তারা বাংলাদেশের সরকারের কাছে সহায়তা চেয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) মোজাম্বিক প্রবাসী মোহাম্মদ সাইদুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, "আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। মোজাম্বিকের জাতীয় নির্বাচন ঘিরে সরকারি ও বিরোধী দলের সংঘর্ষের শিকার হচ্ছি আমরা প্রবাসীরা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, মিল-ফ্যাক্টরি সব হামলার শিকার হয়েছে। প্রায় ১০ হাজার বাংলাদেশি এখানে বসবাস করে। আমরা এখন রাস্তার মধ্যে মানবেতর জীবনযাপন করছি।"

তিনি আরও বলেন, "আমরা বিভিন্ন থানায় আশ্রয় নিয়েছি। যেহেতু এখানে কোনো বাংলাদেশি দূতাবাস নেই, তাই অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।"

আরেক প্রবাসী নিজাম উদ্দীন বলেন, "এখানে আমরা খুব অসহায় অবস্থায় আছি। একটি প্রদেশে ৯০ শতাংশের বেশি দোকানপাট লুট হয়েছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমরা ড. মুহাম্মদ ইউনূস সরকারের কাছে সাহায্য চাই। ছাত্র সমন্বয়কসহ সংশ্লিষ্ট সবাই যেন আমাদের পাশে দাঁড়ান।"

প্রবাসীরা আশা করছেন, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত কার্যকর উদ্যোগ নেবে, যাতে তাদের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv