সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০৮:৩৯:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০৮:৩৯:৫২ পূর্বাহ্ন
সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের পক্ষে মহাপরিচালক প্রটোকল আলী আস সাহরী রিয়াদে রাষ্ট্রদূতের পরিচয়পত্রের কপি গ্রহণ করেন।রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর এবং সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।মহাপরিচালক প্রটোকল রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূতও ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

 পরবর্তীতে রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সবার প্রতি পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের নির্দেশনা দেন।রাষ্ট্রদূত বলেন, প্রবাসী বাংলাদেশিদের সেবা নিশ্চিত করাই দূতাবাসের প্রধান অগ্রাধিকার।মতবিনিময় সভার শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন এবং বিগত জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক জনতার আত্মত্যাগকে শ্রদ্ধা জানান। তিনি সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা এবং গুণগত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
 
উল্লেখ্য, মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত। রিয়াদে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv