ভারত একজন বিশিষ্ট নেতা হারিয়েছে- নরেন্দ্র মোদি

আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১০:৩৯:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১০:৩৯:৪১ পূর্বাহ্ন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে শোক জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স মনমোহন সিং এর মারা যাওয়ার খবর ঘোষণা করার পরই মোদি শোক প্রকাশ করে বলেন, ভারত বিশিষ্ট একজন নেতা হারিয়েছে। খবর এনডিটিভি

এক্স পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বিশিষ্ট নেতা ড. মনমোহন সিং এর মৃত্যুতে ভারত শোক প্রকাশ করছে। তিনি তার বিনয়ের জন্য ভারতের সম্মানীত অর্থনীতিবিদ হয়ে ওঠেন। তিনি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বছরের পর বছর ধরে ভারতের অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন। সংসদে তার হস্তক্ষেপগুলো ছিল অর্থপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।’

অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এক বিবৃতিতে জানায়, ৯২ বছর বয়সী ড. মনমোহন সিং বয়স জনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু বাসায় হঠাৎ করে অচেতন হয়ে পড়লে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু তাতে কাজ না হলে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৬ মিনিটের দিকে এআইআইএমএস’র জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার কোনো সাড়া পাওয়া না গেলে রাত ৯টা ৫১ মিনিটের দিকে মৃত ঘোষণা করা হয়। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনমোহন সিং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও এর অধীনে অথমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ভারতের অর্থনীতি বির্নিমাণে ব্যাপক ভূমিকা রাখেন। 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv