ইসরায়েলি হামলার মধ্যে পড়ে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১০:৪১:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১০:৪১:৪৪ পূর্বাহ্ন
ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলার মধ্যে পড়ে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। তবে তিনি নিরাপদে আছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইসরায়েলের হামলার পর এক্সে পোস্টে এসব তথ্য জানিয়েছেন ডব্লিউএইচওপ্রধান নিজেই।

এক্স পোস্টে তিনি বলেন, ইসরায়েলি হামলায় আমাদের বিমানের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। এছাড়া বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।’ তিনি আরও বলেন, বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।

ইয়েমেনে স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন এবং দেশটিতে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দী রয়েছেন তাদের মুক্তির জন্য ডব্লিউএইচওপ্রধান। কাজ শেষ করার পর গতকাল যখন তারা সানা বিমানবন্দর থেকে বিমানে উঠতে যাচ্ছিলেন, তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের বিমান নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক দিন পরই পাল্টা এই হামলা চালাল ইসরায়েলি বাহিনী। রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, বিমানবন্দরে ছয়টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।এদিকে হামলার বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তাদরে বিমানবাহিনী হুদি বিদ্রোহীদের গোয়েন্দা ঘাঁটি এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv