ব্রিক্স দক্ষিণের বৈশ্বিক-সহযোগিতার কেন্দ্র; শরিক হতে আরও নয়টি দেশের প্রস্তুতি

আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৫১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৫১:৪৯ অপরাহ্ন
পার্স-টুডে-আরও নয়টি দেশ ব্রিক্স জোটের সহযোগী বা শরিক হতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে।  চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মায়োও নিং এ খবর দিয়েছেন।তিনি রাশিয়ার প্রেসিডেন্টের শীর্ষস্থানীয় সহকারী ইউরি উশাকভের সাম্প্রতিক বিবৃতির দিকে ইঙ্গিত করে বলেছেন, ব্রিক্সের শরিক বা সহযোগী হয়ে শিগগিরই সহযোগিতার কাজে সক্রিয় হচ্ছে আরও নয়টি দেশ এবং বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর মধ্যে বেশ লক্ষণীয় মাত্রায় ঐক্য ও সহযোগিতা জোরদারের ক্ষেত্র বা কেন্দ্র হয়ে উঠেছে এই জোট। 

পার্সটুডের রিপোর্ট অনুযায়ী চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ব্রিকসের প্রতিনিধিত্ব ও প্রভাব ক্রমেই বাড়তে থাকায় তা আন্তর্জাতিক সহযোগিতার এক বড় মাধ্যমে পরিণত হয়েছে। আগামী ২০২৫ সালের শুরু তথা ১ জানুয়ারি থেকে বেলারুশ, বলিভিয়া, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, কিউবা, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা ও উজবেকিস্তান ব্রিকসের সহযোগীর পদ লাভ করবে।ব্রিক্স আন্তর্জাতিক টেলিভিশনের বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের শীর্ষস্থানীয় সহকারী ইউরি উশাকভ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। এই দেশগুলো ব্রিকসের শরিক বা সহযোগীর পদ লাভে তাদের প্রস্তুতির কথা আবারও জোর দিয়ে উল্লেখ করেছে বলে তিনি জানান। মস্কো আরও চারটি দেশের জবাবের জন্য অপেক্ষা করছে বলেও তিনি জানিয়েছেন। 

ব্রিকসের শরিক দেশগুলো এ সংস্থায় প্রস্তাব উত্থাপন করতে পারলেও কোনো প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়ায় বা ভোটে অংশ নিতে পারে না।  কাজান ঘোষণা বা ইশতিহার যা ব্রিকসের ষোলতম বৈঠকে উত্থাপন করা হয়েছে তাতে এই শ্রেণী বিভাগের প্রতি সমর্থন জানানো হয়েছে এবং এই জোটে অন্যান্য দেশের অংশগ্রহণের আগ্রহকেও স্বাগত জানানো হয়। ওই বৈঠকে শরিক হিসেবে আমন্ত্রিত দেশগুলোর তালিকা অনুমোদন করা হয়েছিল। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv