টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের অনুরোধ

আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১২:০০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১২:০০:৫৬ অপরাহ্ন
ডোনাল্ড ট্রাম্প টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টিকটক নিষিদ্ধ করার সরকারি আদেশের বিরুদ্ধে আদালতে করা আপিলে হেরে গেছে টিকটকের মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স। ফলে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হবে টিকটকের ওপর নিষেধাজ্ঞা।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি এ বিষয়ে একটি ‘রাজনৈতিক সমাধানে’ পৌঁছাতে চান। এই জন্যই তিনি আইনটি স্থগিত রাখার অনুরোধ করেছেন।

২০২৩ সালের মার্চ মাসে ট্রাম্প একবার টিকটককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছিলেন। তবে একই সঙ্গে বলেছিলেন, টিকটক নিষিদ্ধ হলে তরুণ ব্যবহারকারীদের ক্ষতি হতে পারে এবং মেটার মালিকানাধীন ফেসবুকের অবস্থান শক্তিশালী হবে।

মার্কিন কংগ্রেস গত এপ্রিলে টিকটক বিক্রি বা নিষিদ্ধ করার বিল পাস করে। পরে একটি আপিল আদালতও একই আদেশ দেন।

সূত্র: এনডিটিভি, সিএনএন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv