বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না। বিএনপি ক্ষমতায় যেতে দ্রুত নির্বাচন চায়—এই প্রচারণাও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
আল্লাহ চাইলে বিএনপি আবার ক্ষমতায় যাবে উল্লেখ করে তিনি বলেন, "আমরা আগেও ক্ষমতায় ছিলাম। কিন্তু ক্ষমতার জন্য কখনো রাজনীতি করিনি। সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তিনিই।"
মির্জা ফখরুল বলেন, "সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না। সরকার যেভাবে ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করছে, তা দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর।"
তিনি আরও অভিযোগ করেন, "সরকারের উপদেষ্টারা দ্রব্যমূল্য কমানোসহ জনগণের দুর্ভোগ কমাতে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না। বরং তারা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন এবং রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করছেন। এটি তাদের জন্য অগ্রহণযোগ্য আচরণ।"
মির্জা ফখরুল বলেন, "রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয়। তাদের সঙ্গে আলোচনা এবং সহযোগিতার ভিত্তিতে সংকট সমাধান করা উচিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তীর্যক মন্তব্য করে কিংবা আক্রমণাত্মক অবস্থান নিয়ে কোনো সংকট সমাধান হবে না।"
তিনি সতর্ক করে বলেন, "সংস্কারের পাশাপাশি সুশাসন এবং জনগণের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নিতে হবে। অন্যথায় সরকারের লক্ষ্য অর্জন হবে না এবং জনগণের ক্ষোভ বাড়বে।"
মির্জা ফখরুলের এই বক্তব্যের সময় জাগপার নেতৃবৃন্দ ও বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
আল্লাহ চাইলে বিএনপি আবার ক্ষমতায় যাবে উল্লেখ করে তিনি বলেন, "আমরা আগেও ক্ষমতায় ছিলাম। কিন্তু ক্ষমতার জন্য কখনো রাজনীতি করিনি। সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তিনিই।"
মির্জা ফখরুল বলেন, "সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না। সরকার যেভাবে ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করছে, তা দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর।"
তিনি আরও অভিযোগ করেন, "সরকারের উপদেষ্টারা দ্রব্যমূল্য কমানোসহ জনগণের দুর্ভোগ কমাতে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না। বরং তারা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন এবং রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করছেন। এটি তাদের জন্য অগ্রহণযোগ্য আচরণ।"
মির্জা ফখরুল বলেন, "রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয়। তাদের সঙ্গে আলোচনা এবং সহযোগিতার ভিত্তিতে সংকট সমাধান করা উচিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তীর্যক মন্তব্য করে কিংবা আক্রমণাত্মক অবস্থান নিয়ে কোনো সংকট সমাধান হবে না।"
তিনি সতর্ক করে বলেন, "সংস্কারের পাশাপাশি সুশাসন এবং জনগণের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নিতে হবে। অন্যথায় সরকারের লক্ষ্য অর্জন হবে না এবং জনগণের ক্ষোভ বাড়বে।"
মির্জা ফখরুলের এই বক্তব্যের সময় জাগপার নেতৃবৃন্দ ও বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।