রাজধানীতে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট

আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৩:৫৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৩:৫৬:৩১ অপরাহ্ন
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় দুই নারী খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত কাউকে এখানো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার দিকে উত্তর বাড্ডার ২৬ নম্বর লেনের রমজান ফার্নিচারের কারখানা থেকে আমেনা আক্তারের (৩২) গলা কাটা মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ছাড়া গতকাল রবিবার দুপুরে মিরপুর ডিওএইচএসে ফরাহ দিবা (৬০) নামে এক বৃদ্ধাকে হত্যার পর নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, মরদেহটির গলা কাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচার কারখানার মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তিনি জানান, হত্যার শিকার আমেনার গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার আলীনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম।

উত্তর বাড্ডা বাগানবাড়ি এলাকায় স্বামী মিন্টু মিয়াকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। ঘটনার পর থেকে মিন্টুর খোঁজ মিলছে না।পুলিশের ধারণা, আমেনাকে রাত ৮টা থেকে ১০টার মধ্যে খুন করা হয়েছে।এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, ৬০ বছর বয়সী ফারাহ দিবার স্বামী উইং কমান্ডার (অবসরপ্রাপ্ত) আব্দুল মতিন।

মিরপুর ডিওএইচএসের একটি ভবনের তৃতীয় তলার নিজ ফ্ল্যাটে স্বামী ও ছেলেকে নিয়ে থাকতেন ওই নারী। দুপুরের দিকে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই সময় বাসায় কেউ ছিল না। পরে পরিবারের সদস্যরা বাসায় এসে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ওসি বলেন, ওই ফ্ল্যাট থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার ও তাদের গাড়িচালক পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করা হলে হত্যার রহস্য জানা যাবে বলে জানান তিনি। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv