সৌদিতে এক বছরে বৃষ্টিপাত বেড়েছে ৫৩ শতাংশ

আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৫:১৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৫:১৪:৫৬ অপরাহ্ন
মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালে সৌদিতে ২০২২ সালের তুলনায় বৃষ্টিপাত ৫৩ শতাংশ বেড়েছে। এ বৃষ্টিপাতের ফলে বন্যাও বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে সৌদি আরবের নদী-নালাগুলোতে ১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ঘনমিটার বন্যার পানি প্রবাহিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৬৪ দশমিক ১ শতাংশ বেশি।

বৃষ্টিপাত কম হওয়ার কারণে সৌদি আরব সমুদ্রের পানি লবণমুক্ত করার পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদন করে পানির চাহিদা মেটায়। ২০২৩ সালে সৌদিতে পুনর্ব্যবহারযোগ্য পানির উৎপাদন ১৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

২০২৩ সালে সৌদির সংরক্ষিত ভূমির আয়তনও বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের তুলনায় দেশটির সংরক্ষিত ভূমির পরিমাণ বেড়ে হয়েছে ৩ লাখ ৬১ হাজার বর্গকিলোমিটার, যা মোট ভূখণ্ডের ১৮ দশমিক ১ শতাংশ। একই বছর সমুদ্রের সংরক্ষিত অঞ্চলের পরিমাণ বেড়ে হয়েছে ১৪ হাজার বর্গকিলোমিটার, যা ১৭ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি।

এসজিআই প্রকল্পের আওতায় সৌদি আরব সবুজায়ন প্রকল্প শুরু করেছে, যার মধ্যে নতুন ২৬ লাখ গাছ রোপণ করা হয়েছে এবং পার্কগুলোর আয়তন বেড়েছে ৩৪ কোটি বর্গমিটার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ২০২১ সালে শুরু হওয়া সৌদি গ্রিন ইনিশিয়েটিভের লক্ষ্য ছিল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো।

এ প্রকল্প সফল হলে, সৌদি আরবের বিদ্যুৎ উৎপাদন খাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাদ দিয়ে নবায়নযোগ্য পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের হার অন্তত ৪ শতাংশ কমে যাবে।

সূত্র: গালফ নিউজ


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv