ইতালির এক নারী সাংবাদিক সিসিলিয়া সালাকে গ্রেপ্তার করেছে ইরান। ২৯ বছর বয়সী এই সাংবাদিক গত এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানের কারাগারে রয়েছেন, জানিয়েছেন রোম।
এ বিষয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ইতালির সরকার সিসিলিয়াকে ফিরিয়ে আনতে সব ধরণের কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তবে ইরান কর্তৃপক্ষ সিসিলিয়াকে আটক করার কারণ সম্পর্কে কিছু জানায়নি।
সম্প্রতি রোম ও তেহরানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইজারল্যান্ড ও ইতালির অ্যাম্বাসেডরদের তলব করে ইরানে দুই নাগরিককে আটক করার বিষয়টি তুলে ধরেছে। তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় তাদের নাগরিকদের আটক করা হয়েছে।
এ বিষয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ইতালির সরকার সিসিলিয়াকে ফিরিয়ে আনতে সব ধরণের কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তবে ইরান কর্তৃপক্ষ সিসিলিয়াকে আটক করার কারণ সম্পর্কে কিছু জানায়নি।
সম্প্রতি রোম ও তেহরানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইজারল্যান্ড ও ইতালির অ্যাম্বাসেডরদের তলব করে ইরানে দুই নাগরিককে আটক করার বিষয়টি তুলে ধরেছে। তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় তাদের নাগরিকদের আটক করা হয়েছে।