
ফেনীর ছাগলনাইয়ায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার অলিনগর বোট ক্যাম্প এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবির বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা, ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া থানা পুলিশ ও বিজিবি সদস্যরা।
এর আগে ৯ ডিসেম্বর পরশুরাম উপজেলার বাউরখুমা এলাকায় ও ১ ডিসেম্বর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালানো হয়।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবির বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা, ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া থানা পুলিশ ও বিজিবি সদস্যরা।
এর আগে ৯ ডিসেম্বর পরশুরাম উপজেলার বাউরখুমা এলাকায় ও ১ ডিসেম্বর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালানো হয়।