দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬২

আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৯:৩৮:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৯:৩৮:০২ পূর্বাহ্ন
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬২ জন নিহত হয়েছেন।দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার সময় জেজু এয়ারের বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। এটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
 
প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপ। তারা ক্রু বলে জাতীয় দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন। হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ছবিতে বিধ্বস্ত বিমানটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে।দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সংকট চলছে। গত শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হান ডাক সুকে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে অভিশংসিত করা হয়। এই অবস্থায় দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন চোই সং-মোক। রয়টার্স বলছে, বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।   
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv