ক্ষমা চাইলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন
কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই ভূপাতিত করেছে আর ‘দুঃখজনক ঘটনাটির’ জন্য ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।গতকাল শনিবার এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ‘(প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটা দুঃখজনক ঘটনাটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এ ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি তিনি গভীর ও আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।’

গত বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রতিবেশী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনিতে যাচ্ছিল ফ্লাইট জে২-৮২৪৩।তবে রাশিয়ার ওই অঞ্চলের কয়েকটি শহরে ইউক্রেনীয় ড্রোন হামলা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে বিমানটিকে অন্য দিকে পাঠিয়ে দেওয়া হয়। সেটি পাশের কাস্পিয়ান সাগর পার হয়ে কয়েক শ মাইল দূরের কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের দিকে যায়, কিন্তু শহরটির কয়েক কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয় এবং তাতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv