সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১০:১৩:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১০:১৩:৩৫ পূর্বাহ্ন
চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত খুনের ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেশব্যাপী কর্মবিরতি পালন করছিলেন নৌযান শ্রমিকরা। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে এ ধর্মঘট স্থগিত করেছেন শ্রমিকরা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান পরিবহনের চাঁদপুর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক শ আ মাহফুজ উল আলম মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, নৌযান শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে যে ধর্মঘট করেন তা স্থগিত করেছেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউছুফ। পরে তিনি আশ্বাস দেন নিহতদের ক্ষতিপূরণসহ মামলাটি ভালোভাবে তদন্তসহ নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হবে। আর এ আশ্বাসেই নৌযান শ্রমিকরা তাদের ধর্মঘট স্থগিত করেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ধর্মঘট স্থগিতের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা কর্মবিরতি স্থগিত করেছি এবং কিছু আশ্বাস পেয়েছি। তা কতটা বাস্তবায়ন হচ্ছে সেদিকে নজর রাখব। এখন থেকে জাহাজ চলাচল এবং লোডিং-আনলোডিং চলবে।এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১২টা থেকে শুরু হওয়া ধর্মঘটের দ্বিতীয় দিন বিকেলে জাহাজে সাত শ্রমিককে হত্যা, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তার, নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, আহত জুয়েলের উন্নত চিকিৎসা, চাঁদাবাজি বন্ধ এবং নৌপথের শ্রমিকদের নিরাপত্তার দাবিতে চাঁদপুরে সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে নৌ ফেডারেশনের কয়েকশ নেতাকর্মী।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv