পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে করাচির গুলশান–ই–ইকবাল এলাকা থেকে তিন বাংলাদেশি বোনকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) অ্যান্টি–হিউম্যান ট্রাফিকিং সার্কেল। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে পাকিস্তানি পরিচয়পত্র সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।আজ রোববার আন্তর্জাতিক উর্দু সংবাদপত্র ডেইলি আউসাফের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।প্রতিবেদনে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে—আয়েশা নাজ, হিনা নাজ ও আফসান নাজ।তাঁদের বিরুদ্ধে ২০২২ সালে মামলা করা হয়। তাঁদের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছিলেন তদন্ত কর্মকর্তারা। মামলার তদন্তে জানা যায়, অভিযুক্তরা বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও জালিয়াতির মাধ্যমে পাকিস্তানি পরিচয়পত্র অর্জন করেন। তাঁরা একজন এজেন্টের সহায়তায় ভুয়া জন্ম ও মৃত্যু সনদ তৈরি করেন।
কর্মকর্তারা জানান, লিয়াকতাবাদ টাউনের রিজভিয়া সোসাইটির ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি তাঁদের ভুয়া সনদপত্র দেন। অভিযুক্তদের সহযোগিতায় জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান তাঁরা।দেশটির ন্যাশনাল ডেটাবেইস অ্যান্ড রেজিস্ট্রেশন অথোরিটি (এনএডিআরএ) এ জালিয়াতির সঙ্গে জড়িত আছে কিনা সেটিও তদন্ত করছেন তাঁরা। এনএডিআরএ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন সেবা দিয়ে থাকে।পাকিস্তানে মানবপাচার রোধে এসব অবৈধ কার্যক্রমে সহায়তাকারী নেটওয়ার্ক ভাঙার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এফআইএ কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, লিয়াকতাবাদ টাউনের রিজভিয়া সোসাইটির ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি তাঁদের ভুয়া সনদপত্র দেন। অভিযুক্তদের সহযোগিতায় জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান তাঁরা।দেশটির ন্যাশনাল ডেটাবেইস অ্যান্ড রেজিস্ট্রেশন অথোরিটি (এনএডিআরএ) এ জালিয়াতির সঙ্গে জড়িত আছে কিনা সেটিও তদন্ত করছেন তাঁরা। এনএডিআরএ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন সেবা দিয়ে থাকে।পাকিস্তানে মানবপাচার রোধে এসব অবৈধ কার্যক্রমে সহায়তাকারী নেটওয়ার্ক ভাঙার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এফআইএ কর্মকর্তারা।