সিলেটে হারিছ চৌধুরীর দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়

আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১২:১৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১২:১৫:৫৭ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর দেহাবশেষ তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।মরদেহটি সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে । দুপুর ১২টার পর এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিলেটে আনা হচ্ছে হারিছ চৌধুরীর দেহাবশেষ। বেলা ২টার দিকে সিলেটে শাহী ঈদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।আজই সিলেটের কানাইঘাটে নিজ জন্মভূমিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে জাতির এই শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাকে।

২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়।পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। ডিএনএ টেস্টে লাশটি হারিছ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয়।

সাভারে দাফন মরদেহটি হারিছ চৌধুরীর: হাইকোর্টসাভারে দাফন মরদেহটি হারিছ চৌধুরীর: হাইকোর্ট
রোববার ২৯ ডিসেম্বর বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর দেহাবশেষ ঢাকা মেডিকেলের মর্গ থেকে গ্রহণ করতে এসে মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন অন্তর্বর্তীকালীন সরকারে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv