পল্টনে ১৭ তলার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০২:৪০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০২:৪০:৫৩ অপরাহ্ন
রাজধানীর পল্টন থানার একটি বিল্ডিংয়ের ১৭ তলার ছাদ থেকে পড়ে লিমা (১৬) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিমাকে হাসপাতালে নিয়ে আসা খাইরুল কবির খান প্রথমে ঘটনার কোনো তথ্য দিতে রাজি হননি। তবে পরে তিনি জানান, বাসার সামনে দিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ অনেক লোক দেখেন। গিয়ে দেখেন একটি মেয়ে রাস্তায় পড়ে আছে। পরে তিনি জানান, তার বাসা ১৪ তলায় এবং ওই গৃহকর্মী ১৭ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। খাইরুল কবির খান ব্রাদারস গ্রুপের একজন পরিচালক। তিনি ও তার ছেলে মার্জিম কবির খান রাফি আহত অবস্থায় গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে আসেন। তবে তারা এ বিষয়ে কোনো তথ্য দেননি।

জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, প্রথমে খাইরুল কবির সড়ক দুর্ঘটনার কথা বললেও পরে অসংলগ্ন কথাবার্তার কারণে আরও জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, গৃহকর্মী ১৭ তলা থেকে পড়ে মারা গেছে। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন শেখ জানান, তারা তথ্য দিতে সহযোগিতা করছেন না।

এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খাইরুল কবির খান ও তার ছেলে মার্জিম কবির খান রাফিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গৃহকর্মীর সঠিক পরিচয় ও ঠিকানা এখনও জানা যায়নি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন জানান, সিসি ফুটেজ চেক করে বিস্তারিত তথ্য জানা যাবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv