নায়িকার বেপরোয়া গাড়ি পিষে দিল শ্রমিককে

আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০২:৪৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০২:৪৯:২৬ অপরাহ্ন
শনিবার ভোরে মুম্বইয়ের কান্দিভালিতে একটি মেট্রো নির্মাণ প্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারের গাড়ি। গাড়িটি বেপরোয়া গতিতে চালানোর ফলে দুই শ্রমিক পিষে যান, যার মধ্যে একজনের মৃত্যু হয় এবং আরেকজন গুরুতর আহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, উর্মিলা সিনেমার শুটিং শেষ করে গাড়ি দিয়ে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তার ড্রাইভার, এবং অভিযোগ রয়েছে যে গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি। কান্দিভালির ওই স্থানে মেট্রোর কাজ চলছিল এবং সেখানে বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয় এবং উর্মিলা ও তার ড্রাইভারেরও কিছু চোট লেগেছে, তবে তাদের চোট গুরুতর নয়। গাড়িতে এয়ারব্যাগ থাকার কারণে তারা গুরুতর আহত হননি।

এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। উর্মিলা কোঠারে মারাঠি চলচ্চিত্র জগতে পরিচিত নাম, এবং ২০০৬ সালে ‘শুভমঙ্গল সাবধান’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের শুরু হয়। তিনি বেশ কিছু সিনেমা ছাড়াও টেলিভিশন সিরিয়াল ও ওয়েব সিরিজে কাজ করেছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv