বরিশাল-রাজশাহীর ম্যাচ দিয়ে দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল

আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১২:১১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১২:১১:২৬ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে আজ (৩০ ডিসেম্বর)। প্রথম দিনেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। সন্ধ্যায় আরেকটি ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

বরিশাল স্কোয়াডে রয়েছেন দেশি তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শান্ত ও এবাদত হোসেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবং ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মেয়ার্স। বরিশালকে তাই এই আসরের অন্যতম শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে।

অপরদিকে, দীর্ঘ বিরতির পর রাজশাহী আবারও বিপিএলে অংশ নিচ্ছে। সর্বশেষ ২০২০ সালে রাজশাহী রয়্যালস নামে শিরোপা জিতেছিল তারা। এবারে তারা খেলছে দুর্বার রাজশাহী নামে। দলে আছেন তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, আকবর আলী এবং জিসানের মতো দেশি খেলোয়াড়। বিদেশিদের তালিকায় রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হারিস এবং লঙ্কান লাহিরু সামারাকুন।

দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানি ইজাজ আহমেদ। তিনি তার দল নিয়ে বেশ আশাবাদী। তবে কাগজে-কলমে বরিশালকে এগিয়ে রাখছেন সবাই।

বিপিএলের এবারের আসরে ৭ দল অংশ নিচ্ছে। মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বের খেলা হবে। পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে প্লে-অফ।

গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুটি দল কোয়ালিফায়ার-১-এ মুখোমুখি হবে। জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। তৃতীয় ও চতুর্থ স্থানের দল খেলবে এলিমিনেটর। সেখান থেকে জয়ী দল ফাইনালে যাওয়ার জন্য কোয়ালিফায়ার-২-এ অংশ নেবে।

সবকিছু চূড়ান্ত করে আগামী ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বিপিএলের এই আসর ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শীর্ষ খেলোয়াড়দের পারফরম্যান্স এবং হাড্ডাহাড্ডি ম্যাচগুলো নিশ্চিতভাবেই বাড়তি রোমাঞ্চ যোগ করবে।

এক নজরে সাত দলের স্কোয়াড-

ঢাকা ক্যাপিটালস:

দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন ও আলাউদ্দিন বাবু।

বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।

চিটাগং কিংস:

দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।

বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।

দুর্বার রাজশাহী:

দেশি: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বিদেশি: মোহাম্মদ হারিস, বিলাল খান, সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

খুলনা টাইগার্স:

দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।

বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।

রংপুর রাইডার্স:

দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, আজিজুল হক তামিম ও তৌফিক খান।

বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।
 

সিলেট স্ট্রাইকার্স:

দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।

বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

ফরচুন বরিশাল:

দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও ইকবাল হোসেন ইমন।

বিদেশি: ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv