হঠাৎ বিপিএলের সূচি পরিবর্তন বিসিবির

আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১২:৩৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১২:৩৩:৩০ অপরাহ্ন
বিপিএল নতুন আসর এখনো শুরু হয়নি। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াবে আজ সোমবার দুপুর দেড়টায়। এদিকে আসর শুরু হওয়ার আগেই সূচিতে বদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি বদলের ঘোষণা দেয় বিসিবি। দেশের ক্রিকেট সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বছরের শেষ দিন মঙ্গলবারের দুটি ম্যাচ শুরুর সময় দেড় ঘণ্টা সামনে এগিয়ে আনা হয়েছে।

বিসিবির পূর্ব ঘোষিত সূচি অনুসারে ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর দেড়টায়। নতুন ঘোষণা অনুসারে আগামীকাল মঙ্গলবারের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২টায় ও দিনের শেষ ম্যাচ সাড়ে ৬টায় মাঠে গড়ানোর কথা থাকলেও সেটা শুরু হবে বিকেল ৫টায়।জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলামসহ ১৫৮ জন সমন্বয়ক শপথ নেবেন।

জাতীয় নাগরিক কমিটির সহায়তায় ছাত্রদের এই আয়োজনের কারণে দিনে রাজধানীতে যানজট বেশি হতে পারে, এমন শঙ্কা থেকেই বিসিবির এই উদ্যোগ। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ‍্যে রাজধানীর সড়কগুলোতে যান চলাচলে বিধিনিষেধ থাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। ডিএমপির সেসব নির্দেশনা মেনেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষ সুবিধায় ৩১ ডিসেম্বরের (মঙ্গলবার) টিকিট সংগ্রহ করা যাবে। যেহেতু এদিন ব্যাংক বন্ধ থাকবে, তাই টিকিট বিলি করা হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে। অন্যান্য দিন সাধারণ নিয়মে মধুমতি ব্যাংকের ৭টি শাখায় টিকিট পাওয়া যাবে।

মঙ্গলবার প্রথম ম্যাচে দুপুর ১২টায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। দ্বিতীয় ম্যাচে বিকেল ৫টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv