‘বার্ড হিট’ বাড়ছে, বড় বিপদের ঝুঁকি শাহজালালে

আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০১:৫২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০১:৫২:২৭ অপরাহ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে বার্ড হিট বা পাখির আঘাতের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আশপাশে জলাশয়, কীটপতঙ্গ, মাছ এবং অন্যান্য খাবারের উৎস থাকায় পাখির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের সময় দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পাখি তাড়ানোর জন্য পাখি শিকারি বা বার্ড শ্যুটারদের ব্যবহার করা হচ্ছে, তবে তাতে সমস্যার পুরোপুরি সমাধান হচ্ছে না। পাখির আঘাত ইঞ্জিনে প্রবেশ করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে, এবং এতে পাইলটদের মানসিক চাপও বেড়ে যায়।

এয়ারলাইনসগুলো অভিযোগ করেছে যে, বিমানবন্দরে পাখি তাড়ানোর কার্যক্রম যথেষ্ট কার্যকর নয়। গত চার বছরে পাখির আঘাতে অন্তত সাতটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্রিমলাইনারও।

বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, তারা অ্যাক্টিভ এবং প্যাসিভ বার্ড কন্ট্রোল পদ্ধতি ব্যবহার করছেন, যার মধ্যে রয়েছে ক্যামেরা ডিটেকশন, সাউন্ড রিপেলিং এবং লেজার গান ব্যবহার। তারা বলছেন, পাখির উৎসস্থল চিহ্নিত করে সেগুলো অন্যত্র সরানোর জন্য একটি জরিপ চালানো হচ্ছে, যাতে বিমানবন্দর এলাকাতে পাখির সংখ্যা কমানো যায়।

বিশ্বের অন্যান্য বিমানবন্দরেও বার্ড হিট সমস্যা রয়েছে, যেমন দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে পাখির আঘাতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার প্রাথমিক ধারণা রয়েছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv