যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর, সাবেক সেনা সদস্যসহ আটক ৪

আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৫:১৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৫:১৫:৪১ অপরাহ্ন
যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর ও সাবেক সেনা সদস্যসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) গভীর রাতে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মোজাহার মণ্ডলের ছেলে মো. মিজানুর রহমান (৫২), চুড়ামনকাঠি এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ (৪৫), চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে মো. গোলাম মোস্তফা (৪৫) এবং পুড়াপাড়ার আবু খায়েরের ছেলে মো. রকি বিশ্বাস (৩০)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় কিছু সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত ১২টার দিকে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাইক্রোবাসযোগে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে মো. গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মো. মিজানুর রহমান একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv