‘জনগণের পুলিশ হতে যা করা দরকার তা করা হবে’

আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৫:৩১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৫:৩১:২৯ অপরাহ্ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, "আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, বরং জনগণের পুলিশ হতে চাই। এজন্য আমাদের যা করা দরকার, আমরা তা করব। আমরা কেবল আপনাদের পাশে চাই।"

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কলাবাগানের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিটিজেন ফোরামের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, "আমরা কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নই। আমাদের জবাবদিহিতা আপনাদের কাছে। আপনাদের কতটুকু নিরাপত্তা ও সেবা দিতে পারছি, সেটাই আমাদের কাজের মাপকাঠি। আমরা আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে চাই।"

তিনি আরও বলেন, "অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জনগণ আমাদের অন্যতম সহায়ক শক্তি। এই শক্তি আমাদের পাশে থাকলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে। আপনারা বাসা ও প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করুন এবং তার ব্যাকআপ নিয়মিত দেখভাল করুন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এই সিসিটিভি আমাদের অনেক সহায়তা করতে পারে।"

মাদক, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা নির্ভয়ে তথ্য দিন। আমরা এসব অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

তিনি আরও বলেন, "জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।"


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv