ইংরেজি নববর্ষ উদ্‌যাপন: আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট

আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৬:৩২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৬:৩২:১৪ অপরাহ্ন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের সময় আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘আতশবাজি ও পটকা ফোটানোর ফলে শব্দদূষণ এবং বায়ুদূষণ বৃদ্ধি পায়। অতিরিক্ত শব্দদূষণ হৃদরোগ, স্ট্রোক এবং মানসিক চাপের মতো স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। একই সঙ্গে ফানুস ওড়ানোর কারণে অগ্নিকাণ্ড এবং জীববৈচিত্র্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।’’

এছাড়া, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। প্রথমবার আইন লঙ্ঘন করলে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ছয় মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

ইংরেজি নববর্ষ উদ্‌যাপনে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাব এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় চিঠি পাঠানো হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় জনস্বার্থে এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv