নতুন বছরকে বরণ করতে প্রস্তুত বিশ্ববাসী

আপলোড সময় : ৩১-১২-২০২৪ ১২:১৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৪ ১২:১৮:৩৬ অপরাহ্ন
আর মাত্র একদিন পর শুরু হতে যাচ্ছে ২০২৫ সাল। খ্রিস্টীয় নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন বছরকে স্বাগত জানাতে এবারও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, যাতে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

নিউইয়র্কের টাইমস স্কয়ার, যা প্রতিবছরই হয়ে থাকে নববর্ষের সবচেয়ে বড় উৎসবের স্থান, এবারও সাজানো হয়েছে নতুন করে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ২০২৫ সালকে বরণ করবেন। এই উপলক্ষে শহরের নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, নববর্ষ উদযাপনকে ঘিরে কোনো ধরনের হুমকির আশঙ্কা নেই। শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাকর্মীরা নীল ও সাদা পোশাক পরে অবস্থান করবেন।

ব্রাজিলেও চলছে নববর্ষের প্রস্তুতি। রিও ডি জেনেরিও শহরের সমুদ্র সৈকতে নতুন বছরের অনুষ্ঠান উপলক্ষে নির্মিত হয়েছে একটি বিশাল মঞ্চ। সৈকত জুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং আতশবাজির প্রদর্শনী আয়োজন করা হবে।

এদিকে, জার্মানিতেও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। বিশেষত, পূর্বাঞ্চলের ম্যাডেনবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় নিরাপত্তা আরও তীক্ষ্ণ করা হয়। দেশটির রাজধানী বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রায় ৬৫ হাজার মানুষের জমায়েত হবে বলে ধারণা করা হচ্ছে। এই উপলক্ষে বার্লিনে ৫ হাজার পুলিশ টহল দেবে।

বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখার চেষ্টা চালানো হলেও, উৎসবের আনন্দে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালকে স্বাগত জানাতে মানুষের উদ্দীপনা বিশ্বব্যাপী সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv