তামান্নাকে প্রশংসায় ভাসায়, আমাদের গালাগালি দেয় : বারিশা

আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৩:৪৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৩:৪৯:০২ অপরাহ্ন
দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ বারিশা হক, যিনি মডেলিং, অভিনয় এবং ব্র্যান্ড প্রোমোশনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত। তার রূপ-লাবণ্য এবং প্রতিভা তাকে আলোচনায় রেখেছে দীর্ঘদিন ধরে। তবে ব্যক্তিগত চেহারা ও শারীরিক স্থূলতা নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য এবং সমালোচনার মুখোমুখি হতে হয়েছে এই মডেলকে।

একসময় স্লিম ফিগারের অধিকারী বারিশা হকের শরীরের ওজন বৃদ্ধি পাওয়ার পর থেকেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল এবং নেতিবাচক মন্তব্যের শিকার হতে থাকেন তিনি। যদিও নিজের রূপ-লাবণ্য ধরে রাখতে বারিশা ফিটনেস রুটিন অনুসরণ করেছেন এবং এমনকি বোটক্সসহ কিছু প্লাস্টিক সার্জারিও করিয়েছেন, তবু নেটিজেনদের সমালোচনা থেমে থাকেনি।

বিষয়টি নিয়ে এতদিন বেশ উদ্বেগের মাঝেই ছিলেন বারিশা হক। শুধু তাই নয়, অভিনেত্রীর মনে বাঁধতে থাকে নানান আক্ষেপও! তা অবশ্য অনুমান করা গেল অভিনেত্রীর সাম্প্রতিক ফেসবুক পোস্ট থেকে। বারিশা হক সেই পোস্টের মাধ্যমে বোঝাতে চাইলেন, বাইরের দেশের তারকারা মুটিয়ে গেলেও প্রশংসায় ভাসে; আর আমরা বাঙালি বলেই গালি খাই!


সম্প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে বারিশা ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার কিছু ছবি ভাগ করে নিয়ে বারিশা লেখেন, “তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা। তিনি শারীরিক মেদ থাকা সত্ত্বেও স্টেজে আকর্ষণীয় পোশাকে মুগ্ধ করেন। অথচ আমরা বাঙালিরা এ বিষয়ে প্রশংসার বদলে সমালোচনা করি। কারণ আমরা বলিউড নই, আমরা শ্যাম বাঙালি!”

বারিশার এই পোস্টে তার আক্ষেপ স্পষ্ট। তিনি বোঝাতে চেয়েছেন, আমাদের সমাজের মানুষরা আন্তর্জাতিক তারকাদের প্রশংসা করলেও নিজেদের দেশের মডেলদের ক্ষেত্রে কটূক্তি করতেই বেশি পছন্দ করে।

বারিশা হক শোবিজে যাত্রা শুরু করেছিলেন ২০০৮ সালে, বিটিভির কুইজ শো এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। বুলবুল ললিতকলা একাডেমি থেকে শাস্ত্রীয় নৃত্যে দীক্ষা নেওয়ার পর অভিনয় ও উপস্থাপনায় জায়গা করে নেন। বর্তমানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে নিজের শারীরিক গড়ন নিয়ে সমালোচনার বিরুদ্ধে বারবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন, যা তাকে অনেকের কাছেই অনুপ্রেরণার প্রতীক হিসেবে তুলে ধরেছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com