চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারী আকাশ মণ্ডল ওরফে ইরফানের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কোহিনুর বেগম জানিয়েছেন, একজনের পক্ষে সাতজনকে হত্যা করা সম্ভব নয়। আজ মঙ্গলবার ইরফানকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এই তথ্য জানান তিনি।
আইনজীবীর ভাষ্যমতে, ইরফান আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে সাত খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এর আগে, গত বুধবার সন্ধ্যায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা হাইমচরের হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কালাম খান রিমান্ডের আবেদন করেছিলেন।
ইরফানকে র্যাব-১১ এর সহযোগিতায় কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে চাঁদপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতে ইরফানের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলেও সাত দিন মঞ্জুর হয়।
গত মঙ্গলবার রাতে জাহাজে সাত খুনের ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে সারবোঝাই আল বাখেরা জাহাজ থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় আহত জুয়েল এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বসহকারে কাজ করছে এবং ইরফানের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আইনজীবীর ভাষ্যমতে, ইরফান আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে সাত খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এর আগে, গত বুধবার সন্ধ্যায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা হাইমচরের হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কালাম খান রিমান্ডের আবেদন করেছিলেন।
ইরফানকে র্যাব-১১ এর সহযোগিতায় কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে চাঁদপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতে ইরফানের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলেও সাত দিন মঞ্জুর হয়।
গত মঙ্গলবার রাতে জাহাজে সাত খুনের ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে সারবোঝাই আল বাখেরা জাহাজ থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় আহত জুয়েল এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বসহকারে কাজ করছে এবং ইরফানের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।