‘যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই, আপনাদের আপা আর ফিরবে না’

আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৬:০৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৬:০৯:৪১ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচিতে বক্তব্য রাখেন। তিনি বলেন, "যারা ষড়যন্ত্র করছেন, তাদের বলতে চাই—আপনাদের আপা আর ফিরবে না।"

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "বিএনপি, জামায়াতসহ সবার বাকস্বাধীনতা হরণ করেছিলো ফ্যাসিবাদী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা ও বাজার এখনো স্বাভাবিক হয়নি। সিন্ডিকেট ভেঙে দিতে হবে।" তিনি বলেন, "আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে।"

এছাড়া তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি দাবি জানান এবং বলেন, "সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আলেম ওলামা হত্যাকাণ্ডের বিচার করতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আরো সংঘবদ্ধ হবো। জুলাই ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে জারি করতে হবে। জুলাই ঘোষণাপত্রের পক্ষে পাড়ায় পাড়ায় জনমত তৈরি করুন।"

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ছিল প্রাণবন্ত। শিক্ষার্থী ও জনতা সেখানে শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান।

অনুষ্ঠানের শুরুতে, বেলা ৩টার দিকে, গত সরকারের দুর্নীতি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর স্লোগান দেওয়া শুরু হয়। বিকেল ৪টার দিকে, এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদের বাবার বক্তব্যের মাধ্যমে মূল সমাবেশ শুরু হয়।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv