সরকারের ঘোষণাপত্রে জুলাইয়ের আকাঙ্ক্ষা থাকতে হবে: নাসির পাটোয়ারী

আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৬:২৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৬:২৫:২৪ অপরাহ্ন
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি থেকে জুলাই বিপ্লবের সাথে জড়িত ছাত্র হত্যাকারীদের বিচার এবং সংস্কার কাজ শেষ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, "যদি সরকারের প্রোক্লেমেশনে জুলাইয়ের আকাঙ্ক্ষা না থাকে, বাংলার বাঘ-বাঘিনীরা তা মেনে নেবে না।" তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদীদের বিচার সরকার যদি না করতে পারে, তবে জনগণ নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারের প্রোক্লেমেশনে অন্তর্ভুক্ত হলে তা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হবে।

এছাড়া তিনি দৃঢ়কণ্ঠে বলেছেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না। এ বছরের মধ্যেই আমরা হত্যাকারীদের বিচার দেখতে চাই।"

মার্চ ফর ইউনিটি কর্মসূচি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল, তবে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সরগরম হয়ে ওঠে। সারাদেশ থেকে আসা শিক্ষার্থীরা কর্মসূচিটি নিয়ে আশাবাদী যে এটি অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্য গড়ে তুলবে এবং ফ্যাসিবাদ প্রতিরোধে শক্তিশালী ভূমিকা রাখবে।

কর্মসূচি থেকে শপথ গ্রহণের মাধ্যমে উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাসির উদ্দীন পাটোয়ারী। এছাড়া জুলাই ঘোষণাপত্র দ্রুত ঘোষণা এবং অন্যান্য দাবি সরকারের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন নেতারা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv