ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপলোড সময় : ০১-০১-২০২৫ ১১:৫১:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৫ ১১:৫১:২০ পূর্বাহ্ন
আজ, ১ জানুয়ারি, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। ১৯৭৯ সালের ১ জানুয়ারি, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদল নানা চড়াই-উতরাই পার করে এবং আজকের দিনে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং তার রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত।

এরপর, দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং দুপুর ২টায় অডিটরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv